সুস্মিতা আনিস-এর নতুন এলবাম ‘চেনা শহর’
সত্যজিৎ চক্রবর্তী কলকাতা খবর ২৪ : সম্প্রতি পার্ক হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে প্রকাশ সুস্মিতা আনিস-এর নতুন এলবাম ‘চেনা শহর’ এই এলবামটির মধ্যে আছে কলকাতা তথা দুই বাংলার শিল্পী কলা কুশলীদের নিয়ে ‘চেনা শহর এলবাম তিনি আরো বলেন গানগুলোয় বৈচিত্রময় ভাবনার প্রতিফলন রয়েছে যা শ্রোতা ও দর্শকদের ভাল লাগবে আমি আশা করি.

