চিরন্তন থিয়েটার গ্রুপ প্রযোজিত নাটক ‘আঁখি প্ল্লব’ পরিবেশন মিনার্ভা থিয়েটারে

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : নাটক : মনোজ মিত্র / মূল নির্দেশনা : অনির্বান রায়চৌধুরী / নির্দেশনা : সুজন চক্রবর্তী ও প্রিয়া রূপসজ্জাও / অবহ : মিন্টু কোলে ও রাজা দে / আলো : বাপ্পা বসাক / রূপসজ্জ্বা : দেবাশীষ চ্যাটার্জী.অভিনয় : প্রিয়া চ্যাটার্জী / তীর্থঙ্কর চক্রবর্তী / শঙ্করী মু’আঁখি’ – চরিত্র প্রিয়া চ্যাটার্জীর অভিনয় খুবই সাবলীল ও যথেষ্ট প্ৰশংসনীয়. তীর্থঙ্কর চক্রবর্তী পল্লবের চরিত্র মানানসই. ‘খুরশিদের ভূমিকায় কেলভিন সরকার আলাদা করে নজর করেছেন. এছাড়া বলতে হায় শঙ্করী মুখার্জী ও সাগ্নিক সেনের কথা জার্সি যথাক্রমে বনলতা সেন্ট ও হর্ষের ভূমিকায় যথাযোগ্য. তুলনা মূলক ছোট চরিত্র হলেও হাবিব ভাইয়ের ভূমিকায় মিন্টু কোলের অভিনয় বেশ ভালো.খার্জী / সাগ্নিক সেন / মিন্টু কোলে / কনভিন সরকার.