চক্রবর্তী পরিবারের লক্ষীপূজো

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪: এই পুজো বংশানুসারে হয়ে থাকে, এই পূজাটা পঞ্চম পুরুষে পা দিলো। পাচালি পড়ছে আমার বৌমা রিঙ্কি বসাক চক্রবর্তী ও পুজো করছে পুত্র শুভ্রজিৎ চক্রবর্তী। এর একটা ইতিহাস আছে, আমি যতটা জানি, ভারত যখন স্বাধীনতা অর্জন করেছে আমর বাবা ঠাকুরদারা পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশ, ত্রিপুরা, চাঁদপুর, বাবুরহাট, লালদিয়া লক্ষীপূজারর গোড়া পত্তন সেই সময় থেকে ধারাবাহিক ভাবে চলে আসছে।

