চলুন, পুরানো ট্রেডিশন পাল্টাই এবং নতুনের পথে চলি

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪: রবিবার, ১১ই অক্টোবর বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয়ে আয়শা বেগম ও ইকবাল হোসেনের বিবাহ অনুষ্ঠানে বর ও কনেকে পাঞ্জাবী, সালোয়ার, শাড়ী, সার্ট, পেন্ট, কাপ-প্লেট, গ্লাস ইত্যাদি সামগ্রী গতানুগতিক ভাবে দান করে আসছি। এটাকে আমরা অনেকেই বিয়ের উপহার বলে থাকি। আদৌ এগুলি সামগ্রী দান উপহারের বৈশিষ্টের মধ্যে পড়ে।আমরা যদি বর কনেকে এইভাবে বই, খাতা, কলম, ডাইরি, কবিতা, আবৃত্তি, গান, গজল, গল্প ইত্যাদি শিক্ষণ সামগ্রী দান করা হলো। এটা একটা উপহারের নতুনত্বের পথ খুলে দিল বরাক উপত্যকায়।বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা ১১ই অক্টোবর ২০২০ তারিখে আয়সা বেগম ও ইকবাল হুসেনের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অভিযানের শুভ সুত্রপাত করলো। চলুন ট্রেডিশনে না চলে প্রকৃত উপহার দান ওদের জীবন ও জীবিকার একটা অংশ হিসাবে বেছে নিতে পারে।