সাবেকিয়ানা ধরে রেখে চৌধুরী বাড়ির ১৮তম দূর্গাপূজা অনুষ্টিত হলো

অনুপ কুমার বর্ধন খবর ২৪: দুর্গাপূজায় সাবেকিয়ানার নিদর্শন দেখা গেল চৌধুরী বাড়ির পুজোয়। কলকাতার ৮নং লেক অ্যাভিনিউয়ের পুজো এবার ১৮তম বর্ষে পদার্পণ করল। ইন্ট্রিগ্রেটেড হিউম্যান রাইটস অ্যান্ড অ্যান্টি করাপশন অর্গানাইজেশন এবং রিপোর্টার্স এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের তরফ থেকে ‘সার্বিক সচেতনতা’র উপর এই পুজো কমিটিকে শারদ শিরোমণি সম্মানে ভূষিত করা হয় পুজো উদ্যোক্তা শুভাশিষ চৌধুরী, মৌ চৌধুরী জানান, সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে এলাকার সকলকে নিয়ে পুজোমন্ডপ হয়ে উঠেছে মহামানবের মিলনক্ষেত্র। পুজোর দিনগুলিতে মানুষের সমাগম ছিল লক্ষণীয়।

