নামকরা ক্লাসিক্যাল ড্যান্সার যাজ্ঞসেনী চ্যাটার্জীর সাংবাদিক সম্মেলন

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : বুধবার নামকরা ক্লাসিক্যাল ড্যান্সার যাজ্ঞসেনী চ্যাটার্জীর সাংবাদিক সম্মেলন করলেন কোলকাতা প্রেস ক্লাবে তিনি বলেন ওমার মা তিনটি আফসান তার থেকে ওমার ক্লাসিক্যাল ড্যান্স ওমার ভালো লাগলো সেজন্য মনোপ্রানে এই ড্যান্সকে বেছে নিয়েছি এতেই আমি সফল হয়েছি আশা করি আগামী দিনে আরো এগিয়ে যাব আপনারা আমাকে আশীর্বাদ করুন এমন অনেক তথ্য কথা শোনালেন ওনার সঙ্গে ছিল ওর মাতা সোমা দে তিনি মেয়ের প্রচেষ্টা সাধুবাদ জানান.