করোনা-আক্রান্ত বেড়ে ৭৩! ‘‘উদ্বেগের বিষয়’’, জানালেন বিদেশমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: নয়াদিল্লি: করোনা ভাইরাসের দাপট ক্রমেই বাড়ছে। দেশে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৩। এই অবস্থায় বৃহস্পতিবার করোনা নিয়ে মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। করোনা ভাইরাস যে এই মুহূর্তে অত্যন্ত উদ্বেগের একটি বিষয়, তা জানিয়ে তিনি বলেন, ‘‘ব্যতিক্রমী পরিস্থিতিতে ব্যতিক্রমী ভাবে মোকাবিলা করা প্রয়োজন।” তিনি আরও বলেন, ‘‘এই সময়ে ভ্রমণ না করাই ভাল। কারণ এতে ঝুঁকিটা বাড়ে।” এযাবৎ দেশে ৭৩টি করোনা-আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। গত দু’সপ্তাহে দেশে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা লাফিয়ে বেড়েছে। সবথেকে বেশি আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে কেরলে।করোনার বিস্তার রোধে পদক্ষেপ গ্রহণ করতে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়ে দেয়, কূটনৈতিক, সরকারি, রাষ্ট্রসঙ্ঘ ইত্যাদি ক্ষেত্র ছাড়া ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত ভিসা বাতিল করা হয়েছে।

