করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশঃ বাড়ছে, ডানকুনি পৌরসভার সমস্ত দোকান বন্ধ

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ডানকুনি, হুগলী করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশঃ বাড়ছে, সে কারণে ডানকুনি পৌরসভা এলাকার সমস্ত দোকান বন্ধ থাকবে আগামী ৩১সে জুলাই, শুক্রবার পর্যন্ত। একমাত্র জরুরী পরিষেবার জন্য ওষুধ ও বেবী ফুডের দোকান খোলা থাকবে। মদের দোকান বন্ধ্যের আয়তায় থাকবে। এলাকার বে-সরকারী কারখানা গুলোতে ৩০% কর্মী নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ই জুলাই দুপুরে মাইকিং করে জানানো হয়েছে প্রশাসনে পক্ষ থেকে, হাসিনা শবনম বিদায়ী উপ-প্রধান দেবাশিষ মুখার্জী।এলাকার যানবাহনে অটো, টোটোতে দু জনের বেশি প্যাসেঞ্জার নেওয়া যাবে না। ডানকুনি থানার পুলিশের নজরদারি থাকবে। সপ্তাহে পুরো তিন দিন পৌরসভার কাজ চালু থাকবে (সম, বুধ ও শুক্রবার) ।