করোনাভাইরাস মুক্ত বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজা

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক মাশরাফে মোর্তাজা (Mashrafe Mortaza) মঙ্গলবার নিশ্চিত করেছেন তাঁর করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তাঁর স্ত্রী সুমনা হকের কোভিড-১৯ পরীক্ষার ফল এবারও পজিটিভ এসেছে। মোর্তাজা, যিনি ৩৬টি টেস্ট ম্যাচ ও ২২০টি ওডিআই খেলেছিলেন বাংলাদেশের হয়ে। তিন সপ্তাহ আগে তার করোনা ধরা পড়ে। সেটা ছিল ২০ জুন। তিনি ফেসবুকে লেখেন, ‘‘আজ সন্ধেয় আমার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আমি সবার কাছে কৃতজ্ঞ যাঁরা আমার জন্য প্রার্থণা করেছেন, যাঁরা আমাদের জন্য চিন্তা করেছেন এই সময়। কিন্তু আমার স্ত্রীর পরীক্ষার ফল এখনও পজিটিভ ধরা পড়ার দু’সপ্তাহ পর। ও ভালো আছে। ওর জন্য প্রার্থণা করবেন।”মাশরাফে মোর্তাজা ২২০টি একদিনের ম্যাচে ২৭০টি উইকেট নিয়েছেন। ৩৬ টেস্টে তাঁর উইকেটের সংখ্যা ৭৮। ৫৪টি টি২০ ম্যাচে তিনি ৪২টি উইকেট নিয়েছেন।বাংলাদেশ ক্রিকেটার নাজমুল ইসলাম ও নাফিস ইকবালেরও তিন সপ্তাহ আগে করোনা ধরা পড়ে। চিকিৎসার পর দু’জনেই সুস্থ হয়ে উঠেছেন। নাজমুল ইসলাম স্লো লেফট-আর্ম বোলার এবং খেলেছেন পাঁচটি একদিনের ম্যাচ খেলে নিয়েছেন পাঁচ উইকেট। টি২০ ক্রিকেটে নাজমুল ইসলাম ১৩ ম্যাচে আট উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত। খেলেছেন একটিই টেস্ট ম্যাচ যেখানে তিনি চার উইকেট নিয়েছেন। নাফিস ইকবাল ডানহাতি ব্যাটসম্যান দেশের হয়ে ১১টি টেস্ট খেলে ৫১৮ রান করেছেন, একটি সেঞ্চুরিও রয়েছে তাঁর নামে। খেলেছেন ১৮টি একদিনের ম্যাচ, রান করেছেন ৩০৯। একদিনের ক্রিকেটে তাঁর সেরা রান ৫৮।এই মাসের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট আবার মাঠে ফেরার বার্তা দিয়েছে করোনা পরবর্তী সময়ে। তিন মাস বন্ধ থাকার পর ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ দিয়ে শুরু হয়ে আন্তর্জাতিক ক্রিকেট। প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ চার উইকেটে হারিয়ে দিয়েছে ইংল্যান্ডকে।

