করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে স্থগিত করা হোক আইপিএল, আদালতে আবেদন

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: করোনা ভাইরাসের সংক্রমণ (Coronavirus in India) ক্রমশই ছড়াচ্ছে এই দেশে। এই সময় দেশে আইপিএলের মতো একটি টুর্নামেন্ট আয়োজন করা অত্যন্ত বিপজ্জনক, তাই আপাতত স্থগিত রাখা হোক সেটি, এই আবেদন করে মাদ্রাজ হাইকোর্টে একটি মামলা দায়ের হল। আগামী ২৯ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআইয়ের পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2020)। কিন্তু দেশ তথা বিশ্বজুড়ে করোনা সংক্রমণের (Coronavirus) সময় আইপিএলের (Indian Premier League) আয়োজন না করে পিছিয়ে দেওয়া হোক এই প্রতিযোগিতা, আর সেই মর্মেই কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিক মাদ্রাজ হাইকোর্ট, করা হয়েছে ওই আবেদন। আইনজীবী জি আলেক্স বেনজিগার মাদ্রাজ হাইকোর্টে ওই মামলাটি দায়ের করেন এবং সূত্রের খবর অনুযায়ী সম্ভবত আগামীকাল( বৃহস্পতিবার) হতে পারে এই মামলার শুনানি। এবছর আইপিএল শুরু হচ্ছে ২৯ মার্চ। মুম্বইয়ে চেন্নাই বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দিয়ে লিগ শুরু হতে চলেছে। ফাইনাল খেলা হবে ২৪ মে। IPL 2020: টুর্নামেন্ট থেকে নাম তুলেন নিলেন দিল্লি ক্যাপিটালসের ক্রিস ওকস সরকারি হিসাব অনুসারে, দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ ছুঁয়েছে। এর মধ্যে রয়েছেন ৩৪ জন ভারতীয় নাগরিক এবং ১৬ জন ইতালির নাগরিক, মঙ্গলবার জানিয়েছেন বিশেষ স্বাস্থ্য সচিব সঞ্জীব কুমার। তিনি একথাও বলেছেন যে করোনা ভাইরাসজনিত কারণে দেশে এখনও পর্যন্ত কারও মৃত্যু হয়নি। যদিও বেসরকারি মতে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫৯ জন।এদিকে করোনা ভাইরাসের কারণে ভারত সরকার ইটালি, ইরান, দক্ষিণ কোরিয়া এবং জাপান থেকে এদেশে আসতে চাওয়া ব্যক্তিদের ভিসা এবং ই-ভিসা দেওয়া স্থগিত রেখেছে। এখনও পর্যন্ত, ৩০০৩ টি নমুনা পরীক্ষা করে এদেশে মোট ৪৩ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। মোট ৮,৭৪,৭০৮ জন বিমান যাত্রীকে করোনা ভাইরাস সংক্রান্ত পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে, তাদের মধ্যে ১৭৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। IPL 2020: বিসিসিআই-এর কস্ট কাটিংয়ে অর্ধেক হয়ে গেল পুরস্কার মূল্য: রিপোর্ট স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গেছে, COVID-19 –এর ভাইরাস পরীক্ষার জন্য এখন সারা দেশে প্রায় ৫২ টি ল্যাবরেটরি চালু রয়েছে। নমুনা সংগ্রহের জন্য অতিরিক্ত ৫৭ টি ল্যাবরেটরির ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসকদের মতে, সর্দি ও কাশির দ্বারা সংক্রামিত হতে পারে করোনা ভাইরাস। তাই আক্রান্ত ব্যক্তির সঙ্গে ন্যূনতম সংস্পর্শ রেখে না চলারও পরামর্শ দেওয়া হচ্ছে। ঘনঘন হাত ধোয়া এবং হাঁচি বা কাশি হলে মুখ মুছতে নতুন টিস্যু ব্যবহার করার কথাও বলা হয়েছে। এর ফলে ভাইরাস সহজে ছড়িয়ে পড়বে না।