করোনা ভাইরাসের আতঙ্কে সচেতনতা এবার স্বাস্থ্য পরিসেবাতেও।

জয়ন্ত সাহা খবর ২৪: করোনা ভাইরাসের আতঙ্কে সচেতনতা এবার স্বাস্থ্য পরিসেবাতেও। মঙ্গলবার সকাল থেকে আসানসোল জেলা হাসপাতালের সমস্ত ডাক্তার, নার্স ও চিকিত্সা কর্মীরা মুখে মার্কস পরে পরিসেবা দিচ্ছেন।সকাল থেকেই অন্য দিনের মত রোগীদের ভিড় রয়েছে ।হাসপাতালের ভিতরে রোগী দের দেওয়া হচ্ছে সেলাইন, ইঞ্জেকসন, অসুধ ।সব কিছুই চলছে মুখে মার্কস পরে।রাজ্য সরকার ইতি মধ্যেই স্কুল কলেজ ছুটি ঘোষণা করেছে ।হাসপাতাল সুত্রে জানা গেছে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী হাসাপাতালের সমস্ত চিকিত্সা কর্মীদের এই নির্দেশিকা মেনে পরিসেবা দিতে বলা হয়েছে ।এছাড়া মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে, করোনা ভাইরাসের প্রকোপ এড়াতে কি কি করনিয়,সে ব্যাপারে ব্যানার দেওয়া হয়েছে ।