২৪ ঘণ্টায় ৫৫,০০০ এরও বেশি করোনা রোগীর খোঁজ মিললো, মোট আক্রান্ত ২৭.০২ লক্ষ

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: গত ২৪ ঘণ্টায় এদেশে ৫৫,০৭৯ জনের শরীরে নতুন করে বাসা বাঁধলো করোনা ভাইরাস; ফলে সব মিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের (Coronavirus in India) সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭.০২ লক্ষে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, সোমবার সারাদিনে ৮৭৬ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ এ ভুগে। ফলে এদেশে এপর্যন্ত মোট ৫১,৭৯৭ জনের প্রাণ কাড়লো এই ভয়ঙ্কর সংক্রামক রোগ (Coronavirus)। তবে ১৯,৭৭ লক্ষেরও বেশি মানুষ করোনা থেকে সুস্থও হয়ে উঠেছেন। তথ্য বলছে, দেশে এই পুনরুদ্ধারের হার বেড়ে এখন ৭৩.১৮% এ গিয়ে পৌঁছেছে।দেশের মধ্যে সবচেয়ে বেশি কোভিড আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। তারপরেই সংক্রমিতের সংখ্যা বিচারে যে রাজ্যগুলো পরপর আছে তারা হলো তামিলনাড়ু (৩,৪৩,৯৪৫), অন্ধ্রপ্রদেশ (২,৯৬,৬০৯), কর্নাটক (২,৩৩,২৮৩), উত্তরপ্রদেশ (১,৫৮,২১৬) এবং দিল্লি (১,৫৩,৩৬৭)।