সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল হিউম্যান রাইটস অর্গানাইজেসনের পক্ষ থেকে স্বারকলিপী দিল মেয়রকে

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : ৫৭ নং ওয়ার্ডের জীবন সাহার নেতৃত্বে অন্যায় অত্যাচার চলছে. ট্যাংরা মথুর বাবু লেনের জীবন সাহা বাচ্চাদের খেলার ও স্কুল পড়ুয়াদের জন্য মাঠটা বিক্রি করে চলেছে তার প্রতিবাদে বিএনপির জয়দেব দাসের নেতৃত্বে মৌলালি থেকে এক পদযাত্রা কেএমসিতে জমায়েত হয় ও সেখানে এক সভার পর মেয়র ফিরহাদ হাকিমের হাতে এক স্বারকলিপি জমা দেওয়া হয় এখন দেখা যাক মেয়র কি পদক্ষেপ নেয়.