শক্তি বাড়িয়ে ভয়ানক ‘গতি’, সমুদ্রে থেকে শক্তি সঞ্চয় করে প্রবল হয়ে উঠছে এই সাইক্লোন

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: এ বছরের শুরু থেকেই একের পর এক সাইক্লোনের ঝাপটা সামলাচ্ছে মূলত ভারতের পূর্ব উপকূল৷ ফের একবার শিয়রে ফুঁসছে সাইক্লোন গতি ৷ ইতিমধ্যেই ল্যান্ডফল হয়েছে৷ সমুদ্রে দীর্ঘ সময় থাকায় আরও শক্তি সঞ্চয় করছে এই সাইক্লোন৷ অন্ধ্র উপকূলের কাঁকিনাড়ার খুব কাছ দিয়ে বয়ে গেছে৷ ল্যান্ডফলের সময় এর গতি -র দাপট ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার৷এদিকে ঝড় হিসেবে ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণটা গতিতে বয়ে গেছে অন্ধ্র উপকূল দিয়ে৷ এর জেরে অন্ধ্রে প্রবল হাওয়া দিচ্ছে তার সঙ্গে প্রবল বৃষ্টিপাত চলছে৷বিশাখাপত্তনম,নারাসপুর , কাঁকিনাড়ায় প্রচুর বৃষ্টি হচ্ছে৷ সবচেয়ে খারাপভাবে এই সাইক্লোনের দাপট ভুগছে এই এলাকাগুলিতেই৷তবে এই সাইক্লোনের প্রভাব ওড়িশা, তেলেঙ্গানাতে পড়লেও বাংলা এবার কার্যত বেঁচে গেছে ৷এই গভীর নিম্নচাপ এদিকে সমুদ্র দিয়ে এগোতে এগোতে পশ্চিম উপকূলেও প্রভাব ফেলবে৷ তবে আরব সাগরের ওপর এই সাইক্লোনের তীব্রতা অনেকটাই কম থাকবে৷তবে এর জেরে মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, দক্ষিণ ছত্তিশগড়. দক্ষিণ মধ্যপ্রদেশ, গুজরাতের দক্ষিণ প্রান্ত, কোঙ্কন ,গোয়া, মুম্বইয়ের সাবআর্বে ১৪ ও ১৫ এই দুই দিন ধরেই বৃষ্টিপাত হবে৷

