ডানকুনি, পৌরসভার নির্বাচিত হাসিনা শবনম নির্বাচিত হবার পর সাংবাদিকদের মুখোমুখি

সত্যজিৎ চক্রবর্তী : চাকুন্দি, হুগলী, মঙ্গলবার, ১৫ ই মার্চ ডানকুনি, পৌরসভার নির্বাচিত হাসিনা শবনম নির্বাচিত হবার পর সাংবাদিকদের মুখোমুখি হলে জানতে চাওয়া এই নিয়ে তিনবার চেয়ারপার্সন হলেন, আপনার আগামী দিনে এলাকার উন্নয়নের জন্য কি কি কাজ করবেন, দুই আমরা যথেষ্ট উন্নয়ন মূলক কাজ করেছি বলেই তো জনতা আবার নির্বাজিত এই পদে পুনরায় পেয়েছি। আমি থাকাকালিন যে যে কাজ গুলি বাকি আছে সগুলির দিকে প্রথম প্রায়রিটি দেব। আমার এলাকায় পানিয় জলের খুব সমস্যার দিকটা দেখব পাশাপাশি স্কুল কলেজের অভাব বিশেষ করে হিন্দি ভাষাভাষীদের সেদিকটা দিকে নজর দেব। সমস্যা বলতে অনেক আছে সেগুলি পূরণ করার চেষ্টা করব। আজ আমাদের মাননীয় । মুখ্যমন্ত্রী অনু প্রেনায় কাজ করেছি আবার কখন নির্বাচিত হয়েছি অসমাপ্ত কাজগুলি করে যাব। এখানে টেক ইক্যানিক্যাল কলেজের অভাব সেটার দিকে নজর দেব এমন অনেক প্রতি শ্রুতি দিলেন।