‘ডি’ আসলে দীপিকা, মাদক-যোগ স্পষ্ট, সমন সময়ের অপেক্ষা?

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: বলিউডের মাদক যোগ নিয়ে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর চাঞ্চল্যকর অভিযানে এবার নাম জুড়ল দীপিকা পাড়ুকোনের। ইতিমধ্যেই জেরার জন্য তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশকে ডেকে পাঠিয়েছে পুলিশ। সূত্রের খবর ডাক পেতে পারেন দীপিকাও। সামনে আসা চ্যাটে দেখা যাচ্ছে, করিশ্মার কাছে দীপিকা হ্যাশ নামক মাদক দ্রব্য চেয়েছিলেন।সুশান্ত মামলায় চলাকালেই সামনে আসে বলিউডের মাদক চক্র। রিয়া চক্রবর্তীর সঙ্গে তার ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার কথাবাবার্তা সামনে আসায় বোঝা যায়, বলিউডে মাদক যোগের শিকড় অনেক গভীর।একে একে সামনে আসে ‘স্টার কিড’-দের নাম। তালিকায় ছিলেন সারা আলি খান, শ্রদ্ধা কাপুরও।তবে ঘটনায় নতুন মাত্রা যোগ হয় দীপিকার নাম এই চক্রে জড়িয়ে পড়ায়। এনসিবি নতুন করে একটি চ্যাট সামনে আনে । সেথানে ডি ও কে অদ্যাক্ষরের একটি নাম সামনে আসতেই শোরগোল পড়ে যায় ডি-কে তা নিয়ে। বলিউডের একাংশ দাবি করতে থাকে ডি মানে দীপিকাই।এর পরে কওয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সিতে কর্মরত করিশ্মার ডাক পড়ায় অনেকটাই স্পষ্ট হয়ে যায়, উল্টোদিকে থাকা ব্যক্তি দীপিকাই। দেখা যাও ওই চ্যাটে করিশ্মার কাছে একাধিক বার মেসেজ যায় ‘মাল’ বা মাদক চেয়ে।দীপিকার নাম সামনে আসার পর আরও একবার সরব হয়েছেন কঙ্গনা রানওয়াত। স্বকীয় ঢঙে তিনি ট্যুইটারে লিখেছেন, “সমাজের উঁচুতলার বাসিন্দারা, যারা নিজেদের সেরা ভাবেন, ভালো পরিবেশ পান বেড়ে ওঠার জন্যে, তাঁরাই ম্যানেজারকে লিখে পাঠান-মাল আছে?”