দিল্লি হিংসায় মৃত ২১; শান্তি চেয়ে প্রধানমন্ত্রীর টুইট; দেখুন ১০টি তথ্য

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: নয়া দিল্লি: চারদিন বাদে দিল্লি হিংসার (Delhi Violence) প্রেক্ষিতে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। “আমার ভাই ও বোনেদের দিল্লিতে শান্তি ও সৌভ্রাতৃত্ব বজায়ের আবেদন জানাচ্ছি।” বুধবার টুইট করে হিংসা প্রশমনে এমন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। আমার দফতর পরিস্থিতির ওপর নজর রাখছে। আশা করি সবাই শান্তি বজায় রাখবেন। বুধবার দুপুরে করা সেই টুইটে এ কথাও জুড়েছেন তিনি। গত রবিবার থেকে উত্তরপূর্ব দিল্লিতে ছড়িয়ে পড়া হিংসায় এযাবৎকাল ২১ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম শতাধিক। আগামী এক মাস হিংসা-দীর্ণ অঞ্চলে জারি থাকবে কার্ফু। মঙ্গলবার রাতে পরিস্থিতি পর্যালোচনায় উত্তরপূর্ব দিল্লির ডিসিপি’র সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তামিলনাড়ু সফর বাতিল করে দফায় দফায় বৈঠক সারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই পরিস্থিতির মধ্যে এদিন সকালে নিরাপত্তা সংক্রান্ত সংসদীয় কমিটি বৈঠকে বসবে। সেই বৈঠকে অজিত ডোভাল পরিস্থিতি পর্যালোচনার সাম্প্রতিক পর্যবেক্ষণ তুলে ধরেছেন বলে খবর। গত রবিবার থেকে নাগরিকত্ব আইন দ্বন্দ্বে তপ্ত দিল্লি। পন্থী বনাম বিরোধীদের সংঘর্ষে প্রাণ গিয়েছে ২১ জনের। গুলিবিদ্ধ কিংবা পাথরের ঘায়ে জখম প্রায় শতাধিক। জানা গিয়েছে, এই হিংসার জেরে বোর্ড পরীক্ষা স্থগিত রেখেছে সিবিএসই। বুধবার বন্ধ এলাকার প্রায় সব সরাকারি স্কুল। রায়ট গিয়ারে ফ্ল্যাগমার্চ দিচ্ছেন আধা-সেনার জওয়ান ও দিল্লি পুলিশ। দেখলেই গুলি অর্থাৎ শুট অ্যাট সাইটের নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট।শান্তি চেয়ে প্রধানমন্ত্রীর টুইট; দেখুন ১০টি তথ্য
টুইট বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেছেন, দীর্ঘ পর্যালোচনা বৈঠক হয়েছে। পুলিশ-সহ অন্য নিরাপত্তা বাহিনী শান্তি ও সম্প্রীতি বজায়ে তৎপর। প্রধানমন্ত্রী টুইটে লেখেন, “শান্তি ও সম্প্রীতি আমাদের দেশের কেন্দ্রীয় আবেগ। এখন সবার আগে গুরুত্বপূর্ণ দিল্লিতে শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনা।”
এমন প্রশাসনিক তৎপরতার মধ্যেই এদিন সকালে ভজনপুরায় নতুন করে হিংসা ছড়িয়েছে। একটা ব্যাটারির দোকানে আগুন ধরিয়ে লুটপাট চালানো হয়েছে বলে খবর।
অঙ্কিত শর্মা নামে এক গোয়েন্দা আধিকারিকের মৃতদেহ উদ্ধার হয়েছে চাঁদবাগ এলাকা থেকে। এলাকার একটি ড্রেনে থেকে উদ্ধার হয়েছে সেই দেহ। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে উন্মত্ত জনতার হিংসার শিকার হয়ে এই মৃত্যু, বলে খবর।
মঙ্গলবার রাতের দিকে দিল্লির হিংসাদীর্ণ ভজনপুরা, সীলামপুর, জাফরাবাদ, মৌজপুর পরিদর্শন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। কথা বলেন সংশ্লিষ্ট পুলিশ কর্তাদের সঙ্গে।
এনডিটিভি-কে অজিত ডোভাল বলেছেন, এলাকায় পর্যাপ্ত বাহিনী আছে। ভয় ও আশঙ্কার কোনও কারণ নেই।
নিষ্ক্রিয়তার অভিযোগে দিল্লি পুলিশ কাঠগড়ায়। তার মধ্যেই পুলিশ প্রধান অমূল্য পট্টনায়েক বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রক আমাদের সব দাবি মানছে। হাতে পর্যাপ্ত বাহিনী আছে ।
এদিকে মঙ্গলবার গভীর রাতে দিল্লি হিংসার প্রেক্ষিতে বিশেষ শুনানি হয় দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলিধরের বাসভবনে। অযাচিত এই হিংসায় জখমদের চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে সেই শুনানিতে। দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ এই শুনানি করেছে।
মঙ্গলবার জুড়ে মোট ৩টি নিরাপত্তা বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে উপস্থিত ছিলেন আইপিএস এসএন শ্রীবাস্তব। মঙ্গলবার তাঁকে বিশেষ কমিশনার হিসেবে নিযুক্ত করে মন্ত্রক।
এই হিংসার জেরে বাতিল সিবিএসই বোর্ড পরীক্ষা। আগামী সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হিংসাদীর্ণ এলাকায় বড় মাপের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সরকারি সূত্রে এই হিংসা উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ তোলা হয়েছে। তবে এব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট কোনও মন্তব্য করতে চাননি। ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গিয়েছেন তিনি। তবে প্রধানমন্ত্রী ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করেন, এমন প্রশংসা শোনা গিয়েছে তাঁর গলাতে।

