দিল্লির প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দোবালের মৃত্যুতে শোক মহম্মদ কাইফের

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান মহম্মদ কাইফ শোক জানালেন দিল্লির প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দোবালের মৃত্যুতে। ৫৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। কাইফ দোবাল সম্পর্কে বলেন, ‘‘সত্যিকারের উপকারী মানুষ” এবং বলেন, তিনি সব সময় তাঁকে মনে রাখবেন একজন প্রাণবন্ত ও সদর্থক মানুষ হিসেবে। তিনি টুইটার হর্যান্ডলে লেখেন, ‘‘সঞ্জয় দোবালের অসময়ে মৃত্যুর খবর শুনে আমি শোকাহত। দিল্লির ক্লাব ক্রিকেটে তিনি জনপ্রিয় ছিলেন এবং সত্যিকারের উপকারী মানুষ ছিললেন। সঞ্জয় ভাই বন্ধু ছিল এবং আমার এয়ার ইন্ডিয়ার সতীর্থ ছিল। আমি সব সময় তাঁকে মনে রাখব একজন প্রাণবন্ত ও সদর্থক মানুষ হিসেবে। তাঁর আত্মার শান্তি কামনা করি।”দোবাল গত কয়েক সপ্তাহ ধরে ভেন্টিলেটরে ছিলেন এবং ২৭ জুন তাঁর কোভিড-১৯ পরীক্ষার ফল পজেটিভ আসে, তাঁর ছেলে সিদ্ধার্থ এএনআইকে জানিয়েছেন। ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়নাও তাঁর শ্রদ্ধা জানিয়েছে দিল্লির প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুতে।রায়না লেখেন, ‘‘ও সব সময় আমাদের এয়ার ইন্ডিয়া পরিবারের সদস্য ছিল, সঞ্জয় দোবালের মৃত্যুর খবরে আমি দুঃখিত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা। তাঁর আত্মার শান্তি কামনা করি।”

