অ্যালার্ট! করোনা ভাইরাসে হচ্ছে বিপজ্জনক বদল, ডেনমার্কে মারা হবে ১.৭ কোটি ইঁদুর

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: করোনা ভাইরাস সংক্রমণ প্রত্যেক দিন নিজের চরিত্র বদল করে চলেছে ৷ ভাইরাসের মিউটেশন ভ্যাকসিন (Covid-19 Vaccine) প্রোগামের জন্য একটি বড় চ্যালেঞ্জও তৈরি হয়েছে ৷ জন্তু জানোয়ারের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণে হওয়া বদল নিয়ে ডেনমার্ক ১৭ মিলিয়ন (১ কোটি ৭০ লাখ) ইঁদুর মারার যোজনা তৈরি করেছে ৷ মানুষের মধ্যে করোনা ভাইরাসে ছড়িয়ে পড়ার পর এবার ওখানকার সরকার ইঁদুরদের শেষ করতে চলেছে ৷রয়টার্সের খবর অনুযায়ী, ডেনমার্কের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার জানিয়েছেন, স্বাস্থ্য আধিকারিকরা মানুষ ও ইঁদুরের মধ্যে করোনা ভাইরাসের বেশ কিছু লক্ষণ দেখতে পেয়েছেন, যা অ্যান্টিবডির প্রতি সংবেদনশীলতা হ্রাসের ইঙ্গিত দেয়। প্রধানমন্ত্রী ফ্রেডরিকসেন জানিয়েছেন, দেশের মানুষের প্রতি আমাদের বড় দায়িত্ব রয়েছে ৷ কিন্তু এখন করোনা ভাইরাসে যে বদল পাওয়া গিয়েছে, তার জেরে বাকি দেশের জন্যেও বড় দায়িত্ব রয়েছে ৷WHO-র এক আধিকারিক জেনেভায় একটি বয়ানে জানিয়েছেন, ডেনমার্কে ইঁদুর থেকে মানুষের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়েছে বলে জানা গিয়েছে ৷ তার মধ্যে করোনা ভাইরাসের চরিত্রে বেশ কিছু বদল দেখা গিয়েছে ৷ডেনামর্কের আধিকারিকরা জানিয়েছেন, নতুন ভাইরাসের পাঁচটি মামলা মিঙ্ক ফার্মে ও মানুষের মধ্যে ১২টি কেস সামনে এসেছে ৷ দেশে প্রায় ১৫ থেকে ১৭ মিলিয়ন ইঁদুর রয়েছে ৷ ভেটেনারি ও ওয়াইল্ড লাইফ মেডিসিনের এক অধ্যাপক জানিয়েছেন যে তাঁর মতে ইঁদুর মেরে ফেলা ঠিক সিদ্ধান্ত হবে ৷ এর জেরে করোনার প্রকোপ বাড়তে থাকা থেকে আটকানো যেতে পারে ৷ না হলে পুরো বিষয়টি হাতের বাইরে চলে যাবে ৷