ডিজাইনার ইরানী মিত্র লঞ্চ করল ২০২২ ক্যালেন্ডার, উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেত্রী ইন্দ্রানী হালদার ঘোষ

সত্যজিৎ চক্রবর্তী : কোলকাতা, ২রা এপ্রিল শনিবার, সাউথ সিটি সেন্টার এলাকায় ডিজাইনার ইরানী মিত্র লঞ্চ করল ২০২২ ক্যালেন্ডার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেত্রী ইন্দ্রানী হালদার ঘোষ সঙ্গে ছিল আরও অনেক। অবশ্যই ইন্দ্রানী ও তার টিম। ইন্দ্রানী হালদার রেম্পে হাঁটলেন নানা ভাবে পোজ দিয়ে দর্শকের মন জয় করে বোঝালেন সে ফুরিয়ে যায়নি, তিনি বোঝালেন, বয়সটা কিছুই নয় মনটাই আসল। দর্শকদের ও সাংবাদিকদের বলেন, নিজেকে কখনো মনে করবেনা তোমরা ফুরিয়ে গেছ, এগিয়ে যাবেন ভালো থামবেন।

