দিন রাত্রির গল্প ছায়াচিত্রটি আগামী ২৮সে বিভিন্ন প্রেক্ষাগৃহে চলবে

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪: বুধবার ১২ই ফেব্রুয়ারি, বিড়লা প্লানেটিরিয়ামে তার প্রেস শো হয়ে গেল এখানে উপস্থিত পরিচালক : প্রসেনজিৎ চৌধুরী সুপ্রীতি চৌধুরী সান্তনু দত্তসহ ছবিতে অভিনয় করা কয়েকজন কলাকুশলীদের আগমন ছিল চোখে পড়ার এই ছবির গল্প একটা নতুনত্বের অভাস দেয় । মহাকাশকে কেন্দ্র করে দৃশ্য পট আশা করা যায় প্রসেনজিৎর চেষ্টা তার কলাকুশলীদের অভিনয় ও গান দর্শকের মন জয় করবে । সর্ব শেষ বলা যায় ছবিতে নতুনত্ব আছে ।

