ডাঃ আগরওয়াল’স আই হসপিটাল এক্জন রুগীরা দৃষ্টি শক্তি ফেরালো

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪: কলকাতায় প্রথমবার ডাঃ আগরওয়াল’স আই হসপিটাল সর্বাধুনিক সিঙ্গল-পাস্-ফোর-থ্রো পিউপিলোপ্লাস্টি টেকনিক এনে একজন রুগীর দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দিল. ডাঃ আগরওয়াল সাংবাদিকদের বলেন এই পদ্ধতিকে বলা হয় আঙ্গেল ক্লোজার গ্লুকোমা রোগিদের জন্য একটী নতূন ও সফল টেকনিক যা সারা বিশ্বের রোগিদের চিকিৎসায় ইউরোপিয়ান সোসাইটি অব কন্টারাক্ট-এ প্ৰয়োগ করেছেন তিঁনি. ৪৯ বছর বয়সী রোগী শ্ৰীমতী শীলা বিস্বাস বলেন আমি দীর্ঘদিন চোখের ৰোগে ভুগিছিলাম.