ডঃ বরুণ কুমার দাস রচিত হিউম্যান রাইটস ল এন্ড ডোমেস্টিক ভাওলেন্স পুস্তক প্রকাশ

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : বুধবার ২৬সে জুন ডঃ বরুণ কুমার দাস রচিত হিউম্যান রাইটস ল এন্ড ডোমেস্টিক ভাওলেন্স পুস্তক প্রকাশ করলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি চিত্ততোষ মুখার্জী এখানে উপস্থিত ছিলেন অজয় কুমার নন্দী অশোক কুমার চক্রবর্তী সৌরভ দে এবং লেখক ডঃ বরুন কুমার দাস.চিত্ততোষ বাবু তার সংক্ষিপ্ত ভাষণে বলেন স্বাধীনতার পর বিশেষ করে নারীদের উপর এমন লেখা পুস্তক আমার চোখে পারেনি বরুণকে এই রকম পুস্তক প্রকাশের জন্য সাধুবাদ দেন ও যে প্রায় স্বাধীনতার ৫৮ বছর পর মহিলাদের নিয়ে আইনের পুস্তক মহিলাদের অনেক কাজে লাগবে আমার বিশ্বাস তার সঙ্গে সুর মিলিয়েছেন অন্যরাও লেখকের কথা অনেক দিন ধরে এমন একটা পুস্তক লেখার ভাবনা ছিল সেটা আজ বাস্তবে পরিনত এটাতেই আমি খুব খুশি তার পর চলে প্রশ্ন – উত্তরের পালা