মাদক যোগে বলিউড: NCB-এর তালিকায় ৫০ বলিউড স্টারের নাম ! কারা এরা?

নিজস্ব সংবাদদাত খবর ২৪: সুশান্ত সিং রাজপুত হত্যার তদন্ত করতে গিয়ে, হঠাৎই সামনে এসে পড়ল বলিউডের সঙ্গে মাদক যোগের কাণ্ড ৷ বেআইনি মাদকচক্রের সঙ্গে যুক্ত থাকার জন্যই আপাতত, জেল হেফাজতে রয়েছেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী৷ তবে রিয়া গ্রেফতার হওয়ার পরেই রীতিমতো বিস্ফোরণ ঘটল বলিউডে ৷ সামনে এল বলিউডের এ স্টার সেলিব্রিটিদের নাম ৷ মাদকযোগে এনসিবি-র সন্দেহের তালিকায় চলে এলেন দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিংয়ের নাম ৷ ইতিমধ্যেই দীপিকা, শ্রদ্ধা ও সারার নামে সমন পাঠিয়েছে এনসিবি ৷ গোয়াতে এক সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন দীপিকা৷ গোয়াতেই তাঁর হাত এসে পৌঁছয় এনসিবি-র তলব পত্র ৷ গতকাল প্রায় সারারাত গোয়ার গেস্ট হাউজেই আইনি বিষয় নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলেন দীপিকা ৷ খবর অনুযায়ী, বৃহস্পতিবার গোয়া থেকে রওনা হয়ে মুম্বই ফিরবেন দীপিকা ৷ শুক্রবারই দীপিকা পড়বেন এনসিবির কড়া জেরার মুখে ৷ সারা ও শ্রদ্ধাকেও জেরা করবে এনসিবি ৷অন্যদিকে, এনসিবি দফতরে পৌঁছলেন সিমন খাম্বাটা। এনসিবি কর্তাদের জেরার মুখে তিনি। কিছু ক্ষণ পর পৌঁছবেন রাকুল প্রীত। জানা গিয়েছে, শুধু এরাই নয়, এনসিবি-র সন্দেহের তালিকায় রয়েছেন বলিউডের আরও বড় বড় স্টারদের নাম ৷ তালিকায় রয়েছেন বেশ কিছু পরিচালক ও প্রযোজকও ৷ এমনকী, শোনা যাচ্ছে একজন ক্রিকেটারও এর সঙ্গে যুক্ত রয়েছেন ৷ তবে এই নামগুলো এখনই প্রকাশ্যে আনতে চাইছে না এনসিবি ৷

