বিমানে করোনা পজিটিভ যাত্রী ! দুবাইয়ে সাসপেন্ড এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে সাসপেন্ড করল দুবাই সিভিল অ্যাভিয়েশন অথারিটি ৷ আজ, শুক্রবার ১৮ সেপ্টেম্বর থেকে শুরু করে ২ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে এই সাসপেনশন ৷ কোভিড-১৯ পজিটিভ এক যাত্রীকে উড়িয়ে নিয়ে যাওয়ার অভিযোগে এবার এয়ার ইন্ডিয়ার এই লো কস্ট বিমানসংস্থার অপারেশন সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ ৷Monecontrol-এর খবর অনুযায়ী গত ৪ সেপ্টেম্বর জয়পুর থেকে IX1135 ফ্লাইটে এক কোভিড পজিটিভ যাত্রীকে নিয়ে দুবাই যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি ৷ জয়পুরের একটি করোনা টেস্ট সেন্টারে ওই যাত্রীর রিপোর্ট পজিটিভ আসা সত্ত্বেও কেন তাঁকে বিমানে চড়ার অনুমতি দেওয়া হল ? তা নিয়েই উঠেছে প্রশ্ন ৷ যার জেরে আগামী দু’সপ্তাহ দুবাইয়ে সব এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দুবাই সিভিল অ্যাভিয়েশন অথারিটি ৷এটাই অবশ্য প্রথমবার নয় ৷ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিরুদ্ধে এর আগেও একই অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে দ্বিতীয়বার কোনও করোনা পজিটিভ যাত্রীকে ভারত থেকে দুবাই নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিমানসংস্থার বিরুদ্ধে ৷ এমন ঘটনা দ্বিতীয়বার ঘটায় করোনা আবহে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিরুদ্ধে ৷ যার জেরেই এই সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷