প্রমানের অভাবে বাতিল হল বিশ্বকাপ গড়াপেটার তদন্ত

নিজস্ব সংবাদদাতা খবর ২৪ : শুক্রবার শ্রীলঙ্কা পুলিশ ২০১১ বিশ্বকাপ ফাইনালের ম্যাচ গড়াপেটার তদন্ত বন্ধ করে দিরল। তারা জানিয়ে দিল উপটুক্ত প্রমানের অভাবেই তারা এই তদন্ত বন্ধ করছে। অভিযোগ ছিল, ২০১১ বিশ্বকাপ ফাইনাল শ্রীলঙ্কা দলের কেউ কেউ ভারতের কাছে বেঁচে দিয়েছিল। সেই অভিযোগ এনেছিলেন সেই সময়ের দেশের ক্রীড়ামন্ত্রী। এখন তিনি প্রাক্তন। তার ভিত্তিতেই সুরু হয় তদন্ত গত বুধবার থেকে। আর সেই তদন্তের শুরুতেই পুলিশ জেরা করেছিল সেই সময়ের মুখ্য নির্বাচক ও প্রাক্তন ক্রিকেটার অরবিন্দ ডি সিলভাকে। এর পর জেরা করা হয় ২০১১ বিশ্বকাপ দলের ওপেনার উপুল থরঙ্গা, অধিনায়ক কুমার সঙ্গাকারাকে। তার পর জেরা করার কথা ছিল সেই বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের সহ-অধিনায়ক মাহেলা জয়বর্ধনেকে। এদিন তিনি তদন্ত কেন্দ্রে পৌঁছেও গিয়েছিলেন। তার পরই তদন্ত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁকে শেষ পর্যন্ত জেরা করা হয়নি। তিনি সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেন, ‘‘আমরা আমাদের সেরা সাহায্য করার চেষ্টা করেছি।”এর আগে ডি সিলভাকে ছয় ঘণ্টা, থরঙ্গাকে দু’ঘণ্টা এবং সঙ্গাকারাকে ১০ ঘণ্টা জেরা করেছিল তদন্তকারী দল। বৃহস্পতিবার পর্যন্ত চলেছে সেই জেরা পর্ব।স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, তদন্তকারী অফিসার এসএসপি জগাথ ফনসেকা তদন্ত বাতিল করে বলেন, ‘‘আমরা আর কোনও তদন্ত করছি না। আমরা নিজেদের মধ্যে কথা বলেছি এবং সেখান থেকে বেরিয়ে এসেছে এই তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার কোনও কারণ নেই। তিন ক্রিকেটারের সঙ্গে কথা বলার পর সেটাই নিশ্চিত হয়েছে।”বার বার প্রশ্ন উঠছিল পুরো টুর্নামেন্টে ভালো খেলার সঙ্গে সঙ্গে ফাইনালেও দারুণভাবে শুরু করেছিল শ্রীলঙ্কা। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হঠাৎই তাদের পিছিয়ে পড়তে দেখা যায় এবং ছয় উইকেটে ফাইনাল হেরে যায়। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৫০ ওভারে ২৭৪/৬ করেছিল। বল হাতেও শুরুটা ভালই করেছিল। শুরুতেই তুলে নিয়েছিল সচিন তেন্ডুলকরকে। ১৮ রানে আউট হয়ে গিয়েছিলেন তিনি।কিন্তু তার পরই খারাপ বোলিং ও ফিল্ডিংয়ের নজির রেখে ম্যাচটি হেরে যায় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার নেতৃত্বে ছিলেন কুমার সঙ্গাকারা।

