দুই অন্ধ যুগলের চার হাত এক করলো এক সেচ্ছা সেবিক সংস্ত

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : কোলকাতা প্রেস ক্লাবে ১২ই ডিসেম্বর এক মহৎ অনুষ্ঠানে ব্যাস্ত ছিলো দুই অন্ধ যুগলের চার হাত এক করার জন্য বি-ফ্রেন্ডস স্বেচ্ছাচারী সংস্থা এর সভাপতি রাজীব লোধ বলেন আমরা গর্বিত যে সমাজের মানুষের জন্য কিছু কাজ করতে পারছি. শুধু এটাই নয় দুই যুবক-যুবতীর হাতে 35 হাজার টাকার চেক তুলে দেওয়া হয়.এদের বিবাহিত জীবন শুরু হবে ১৫ই ডিসেম্বর ২০১৯ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা সেচ্ছাসেবক সংস্থার কাজের ভুয়র্শী প্রশংসা করে এদের মধ্যে ছিলো বিশিষ্ট চলচিত্রের অভিনেত্রী পাপিয়া অধিকারী.অন্যান্যরা হলো সুচেতনা দে মৈনাক মন্ডল সাথী সতপথী ও অজন্তা পান্ডা উইনার অফ লঞ্চার কিং কুইন ২০১৯

