এবার বাংলার তিন শহরে ডুরান কাপ টুর্নামেন্ট হবে ২রা – ২৪সে আগস্ট পর্যন্ত

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : বুধবার ১৭ই জুলাই কলকাতায় বিশ্বের তৃতীয় এশিয়ার সব থেকে প্রাচীন ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ ফিরে সারা জাগাবে বাংলার তিনটি শহরে গত তিন বছর এই টুর্নামেন্ট হয়নি যা সেনাবাহিনীর পরিচালনায় শিলিগুড়িতে হয়েছে ১২৭ বছর যাবদ এ বছর বাংলার তিনটি শহরে হবে তা হলো কলকাতা শিলিগুড়ি কল্যাণী এক সাংবাদিক সম্মেলনে জানালেন ফোর্ট উইলিয়ামের এক সভাঘরে সেনাবাহিনীর পক্ষে লেফটেনেন্ট আর জি কালিতা. খেলার দিন ঘোষণা করা হয়েছে ২রা – ২৪সে আগষ্ট ফাইনাল খেলা হবে খেলার উদ্বোধনের দিন উপস্থিত থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আর শেষ দিনেও থাকতে পারেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী জানান. তিনি এটাও যে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রেরণায়. খেলার নিয়ম হলো ১৬টি দল অংশ নেবে চারটি গুরুপে খেলা হবে.এই টূর্ণামেন্টে কলকাতার মোহনবাগন ইস্টবেঙ্গল মহমেডান এ টি কে অন্য্ রাজ্য থেকে আসছে চেন্নাইয়িন এফসি ও চেন্নাই সিটি রিয়্যাল কাশ্মীর ইমফলের ট্রাই জামশেদপুর এফসি গোয়া ব্যাঙ্গালুর এফসি মন্ত্রী এরূপ বিশ্বাসের কথা মুখ্যমন্ত্রী উদ্বোদনে থাকবেনই এবং সমাপ্তি দিনেও আসতে পারে.

