দূর্গটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি দুজন।

জয়ন্ত সাহা খবর ২৪: বৃহস্পতিবার দুপুরে আসানসোল দক্ষিণ থানার কুমারপুরে বাস ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হওয়াতে আহত হয় স্বামী ও স্ত্রী, তাদের আহত অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায় বরাকরের বাসিন্দা ৫৬ বছরের দ্বারকা প্রসাদ তার স্ত্রী ৪৫ বছরের প্রমিলা দেবীকে মোটরবাইক করে বরাকর যাবার পথে কুমারপুরে মনোজ সিনেমা হলের সামনে উল্টো দিক থেকে আসা বরাকর আসানসোল গামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পুলিশ এসে দুজনকে উদ্ধার করে আহত অবস্থায় জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ বাসটাকে আটক করেছে।