কলকাতা ইস্টবেঙ্গল ক্লাবের লনে শুরু হয়ে গেলো কাউন্ট-ডাউন সম্মানিত করা হাবে তরুন-সৌমিত্র-শীর্ষেন্দু কে

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : কলকাতা ইস্টবেঙ্গল ক্লাবের লনে শুরু হয়ে গেলো কাউন্ট-ডাউন সম্মানিত করা হাবে তরুন-সৌমিত্র-শীর্ষেন্দু কে এখানে উপস্থিত ছিল প্রণব দাসগুপ্ত কল্যাণ মজুমদার শান্তিরঞ্জন দাসগুপ্ত দেবব্রত সরকার মনোরঞ্জন ভট্টাচার্য্য ভাস্কর গাঙ্গুলী বাইচুং ভুটিয়া.উদ্বোধন অনুষ্ঠানে প্রথমে শতবর্ষের নতুন লোগো স্ক্রীনে দেখানো হয় তার হার্ড কপি তুলে ধরেন সভায় উপস্থিত ব্যাক্তিগন. এদিকে দেখা গেলো লনে নতুন ও পুরানো মিলে ফুট বলারদের চাঁদের হাত বসে গেছে সভা প্রাঙ্গন তারপর একের পর এক ক্লাবের স্মৃতি চরম চললো দেবব্রতবাবু একটা অনুরোধ রাখল বাইচুং ভুটিয়ার কাছে জানা গেছে সে ন্যাশনাল গেম থেকে ইস্তফা দিয়েছে আমি বলবো বিটা যা খেলা চলছে তার মধ্যে অন্তত পক্ষে ৫ মিনিট খেলে অবসর নেবার কথা ঘোষণা করেন বাইচং সেটা মেনে নিয়েছে এবং লোগো উদ্বোধনের পাশাপাশি এক বিশাল কেক কেটে সেলিব্রেড করা হয়. সে এক মনোরম দৃশ্য. এ যেন মেলবন্ধন. উপস্থিত ছিল প্রাক্তনীদের সঙ্গে হাতে – হাত মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি.দেবব্রতবাবু জানান আমাদের শতবর্ষ পাম করা হবে দুই বছর যাবদ অনুষ্ঠানের সূচনা হবে ২৮সে জুলাই কুমারটলি থেকে মশাল প্রজ্বলনের মধ্যে দিয়ে জ্বালাবেন প্রাক্তন ফুটবলার শিবাজী ব্যানার্জীর হাত দিয়ে সেই মশাল হাতেহাতে পায়ে হেটে ক্লাবস উপস্থিত বাইচুং-এর হাতে দেবে সেটা ক্লাবের লনে কয়েকদিন থাকবে.এরপর ১লা নেতাজী ইনডোরে এ পর্যায় শেষ অনুষ্ঠান ১৩ই আগস্ট নেতাজি ইনডোরে সূচনার শেষ পর্ব তারপর ঘোষণা হবে অনুষ্ঠান হবে.

