এটা ভাবিনি

অনুপ কুমার বর্ধন

ভোরের হালকা শীতল নির্মল বাতাসে
বুক চিরে সূর্য উঁকি মারে আকাশে।

শম্পা তোমার ধীরে
বুজে যাওয়া দু’নয়নে
কড়ি থেকে ফুলের
পাপড়ি খোলার মতো
আকাশের এ প্রান্ত থেকে ওই প্রান্তে
পৃথিবীর বুকে আছড়ে পড়ে
লাল সোনালী রেখা
ঠিক যেন তোমার সরলতায় ভরা
কোমল আঁখির মতো।

তুমি কোনো অপরূপা হে সুন্দরী
পলক ফেলার শব্দে জানাও
অকপট অসীম ভালোবাসা
তোমার লাজুক নয়নে লুকিয়ে অনেক জানা-অজানা নীরব ভাষা।

সূর্য ওঠা দেখেছি প্রিয়া তোমার আঁখির কোলজুড়ে
সূর্যাস্ত দেখেছি আমি
তোমার সিক্ত দু’নয়নে।

প্রিয়া মৃত্যু আমি দেখিনি
কাতর আর্তনাদ শুনেছি
ফাঁকি দিয়ে তুমি হাসিমুখে
পালিয়ে যাবে এটা ভাবিনি।