একটা মোমবাতি

অনুপ কুমার বর্ধন
তুমি একটা মোমবাতি জ্বালাও
যার শিখার আলোয়–
মসৃণ পথ ধরে
পৌঁছে যাবো তোমার কাছে।
অন্ধকারের… বিভীষিকা… সে তো
তোমাকে হাতড়েও খুঁজে পাবে না
কারণ তোমার লাল শিখায়
অন্ধকার মাথা তুলতে পারবে না।
তোমার প্রেমের আলোয়
আলোকিত হোক
এই বিশ্ব সংসার
বিদ্বেষ সরে যাক দূরে
প্রেমের আলোর তেজে
অন্ধকার হারিয়ে যাক দূরে।
গারদের লালপাড়ের শাড়ি পরে
তোমার দু’হাতে মোমবাতি আঁকড়ে ধরা থাকবে
জ্বলন্ত লাল শিখায় উদ্ভাসিত হয়ে
অন্ধকার আলোর বন্যায় ভেসে যাবে
আলোর হাত ধরে আসবে শান্তি
দূরে সরে যাবে এত দিনের ক্লান্তি।

