এক জাগায় একই সাথে 13 জন বাংলার এভারেস্ট বিজয়ী….

জয়ন্ত সাহা খবর ২৪:  এক জাগায় একই সাথে 13 জন বাংলার এভারেস্ট বিজয়ী…. আসানসোল …দ্যা পির্কাস নামে এক সংস্থার পক্ষ থেকে 13 জন এভারেস্ট পর্বতারোহীকে সংবর্ধনা দেওয়া হবে আগামী কাল ।এই নিয়ে সংস্থার পক্ষ থেকে সিটি কেবলের অফিসে এক সাংবাদিক বৈঠক হয়ে গেল শুক্রবার । উপস্থিত ছিলেন সংস্থার কর্নধার জয়দীপ মুখার্জি মিলন সেন গুপ্ত সহ অন্যান্যরা।সাংবাদিক বৈঠকে জানানো হয় আগামী কাল আসানসোল ক্লাবে 13 জন এভারেস্ট পর্বতারোহী আসানসোলে আসবেন , পর্বত জয়ের পর তাদের অনুভূতির কথা সেয়ার করবেন,পাশাপাশি তাদের সম্মানিত করা হবে দ্যা পির্কাস এর পক্ষ থেকে। এই প্রথম বাংলার মাটিতে এভারেস্ট জয়ীদের সংবর্ধনা জানানো!! একই সাথে তাদের নানা অভিজ্ঞতার কথা জানাবে অনুষ্ঠানের মাধ্যমে ৷