তিন দফায় ভোট বিহারে, ফলাফল ১০ নভেম্বর! সূচি ঘোষণা করল নির্বাচন কমিশন

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: তিন দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন৷ আগামী ২৮ অক্টোবর, ৩ এবং ৭ নভেম্বর হবে ভোটগ্রহণ৷ ভোটের ফলাফল ঘোষণা হবে ১০ নভেম্বর৷ এ দিন এই ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন৷ এ দিন ভোটের সূচি ঘোষণার সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণবিধি চালু হয়ে গেল বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা৷করোনা সংক্রমণ রুখতে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে৷ ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ভিড় কমাতে ভোটগ্রহণের সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়েছে৷ সকাল ৭টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নয়, ভোট নেওয়া হবে সন্ধে ৬টা পর্যন্ত৷ যদিও মাওবাদী উপদ্রুত এলাকাগুলিতে এই নির্দেশ কার্যকর হবে না৷ তাছাড়া প্রতিটি বুথে সর্বোচ্চ ১ হাজার ভোটদাতা ভোট দিতে পারবেন৷বিহার বিধানসভায় মোট আসন সংখ্যা ২৪৩৷ প্রথম দফায় ২৮ অক্টোবর ১৬টি জেলার ৭১টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে৷ দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে ১৬টি জেলার ৯৪টি কেন্দ্রে৷ আর শেষ দফায় ৭ নভেম্বর ১৫টি জেলার ৭৮টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ৷তবে এবারের নির্বাচনে সোশ্যাল মিডিয়াগুলির অপব্যবহার রুখতে আগে থেকেই তৎপর হচ্ছে নির্বাচন কমিশন৷ মুখ্য নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনী প্রচারের কাজে সোশ্যাল মিডিয়াগুলির অপব্যবহার যাতে কেউ না করতে পারে, সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া সংস্থা বা কর্তৃপক্ষ যেন তা নিশ্চিত করে এবং যথাযথ নজরদারি চালায়৷গত বার বিহারে পাঁচ দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল৷ যদিও এবার তা কমিয়ে তিন দফার করা হল৷ করোনা অতিমারির মধ্যে বিহারই প্রথম রাজ্য যেখানে পূর্ণাঙ্গ নির্বাচন হতে চলেছে৷ ফলে সুষ্ঠু ভাবে নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা নির্বাচন কমিশনের কাছে কঠিন চ্যালেঞ্জ৷ বিহারে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৯ নভেম্বর৷