বাড়ি থেকে নয়, চরম নাটকীয়তায় মিডিয়ার চোখে ধুলো দিয়ে NCB দফতরে গেলেন দীপিকা

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: চরম নাটকীয়তার মধ্যে এনসিবি দফতরে পৌঁছলেন দীপিকা। ঠিক সকাল পৌনে ১০টায়, পূর্ব নির্ধারিত সময়ের মধ্যেই এনসিবি দফতরে হাজিরা দিতে গেলেন ‘পদ্মাবতী’ । সূত্রের খবর, মিডিয়ার চোখে ধুলো দিতে নিজের বাড়ি থেকে বেরোননি তিনি । গতকাল ছিলেন একটি পাঁচতলা হোটেলে । দীপিকার এই মাস্টারস্ট্রোক সম্বন্ধে কিছুই জানতে পারেনি সংবাদ মাধ্যম ।শনিবার সকালে, সেই হোটেল থেকে বেরিয়ে, কোনও আড়ম্বর ছাড়াই ছোট একটি গাড়িতে এনসিবি দফতরে পৌঁছন তিনি।অন্যদিকে, তাঁর বাড়ির সামনে ভিড় করেছিল মিডিয়া । দীপিকা জানতেন, বাড়ি থেকে বেরলেই অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাঁকে । তাই সংবাদ মাধ্যমকে বোকা বানাতে বাড়ির সামনে নিজের গাড়িটি দাঁড় করিয়ে রেখেছিলেন । কারিশ্মা প্রকাশও থাকছেন শনিবারের জেরায়। দীপিকা-কারিশ্মাকে মুখোমুখি জেরা করার সম্ভাবনা রয়েছে।এনসিবি-র নজরে করণ জোহরের পার্টি ও দীপিকার হোয়াটসঅ্যাপ চ্যাট। এ গুলি নিয়েই প্রশ্ন সাজাচ্ছেন নার্কোটিক্সের দুঁদে অফিসাররা । অন্যদিকে গোয়া থেকে মুম্বই ফেরার দিনেও এমনই ধোঁয়াশা তৈরি করেছিলেন বলিউডের এক নম্বর নায়িকা । বারবার বিমানের সূচী বদল করেছিলেন ।শেষ পর্যন্ত ব্যক্তিগত বিমানে স্বামী রণবীর সিংয়ের হাত ধরে মুম্বই নামেন তিনি গভীর রাতে ।

