এটা ঠিক হলো না’

অনুপ কুমার বর্ধন
শম্পা, তুমি আমাদের ফাঁকি দিয়ে
আমাকে অনেক কিছু না দিয়ে
চলে যেতে পারলে ?
এটা ঠিক হলো না…
সকাল থেকে রাত্রি দেখেছো তুমি
তোমার সকল স্বপ্নের সাক্ষী আমি
কি করে চলে যেতে পারলে ?
এটা ঠিক হলো না…
তুমি শ্রদ্ধা করো শম্পা আমি চাইনি
তোমার ভালবাসার আমিকে খুঁজে পাইনি
তুমি কষ্ট দিয়ে চলে যেতে পারলে ?
এটা ঠিক হলো না…
তুমি পালিয়ে যেতে গিয়ে পালাতে পারোনি
তুমি আমার মনে, বিছানায়, ঘরে বন্দিনী
আমার চোখের জলে বয়ে যেতে পারলে ?
এটা ঠিক হলো না…
শম্পা, তুমি ছিলে ভালোবাসার মানুষ
নীল আকাশে উড়ছে ভালোবাসার ফানুস
তুমি সবাইকে কাঁদিয়ে চলে যেতে পারলে ?
এটা ঠিক হলো না…

