ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ড্যাফডিল ইনকর্পোরেটের পঞ্চম বার্ষিকের পূর্তি উৎসব

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : বিগত বেশ কয়েক বছর ধরে রুচিশীল সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে আসছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ড্যাফোডিল ইনকর্পোরেট।সম্প্রতি তাদের পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে তারা আয়োজন করেছিল ছন্দে ছন্দে গানে গানে* শীর্ষক এক সাংস্কৃতিক সন্ধ্যা। যেখানে গানে অংশ নেন ঝুমকি সেন ও আবৃত্তিতে ব্রততী বন্দ্যোপাধ্যায়। দ্য রেফিউজ নামক সেচ্ছাসেবী সংস্থার প্রায় ৪০ জন বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সাহায্য সহ শীতবস্ত্র।একই সঙ্গে বিশেষ সম্মান জানানো হয় অভিনেত্রী শকুন্তলা বড়ুয়াকে। বিশিষ্ট অতিথি হিসেবে হাজির ছিলেন সঙ্গীত পরিচালক শ্রী কল্যাণ সেন বরাট ও মেয়র পারিষদ শ্রী দেবাশিস কুমার। বিশিষ্ট অতিথি ও শিল্পীদের উত্তরীয়, পুষ্পস্তবক ও মেমেন্টো দিয়ে সম্মানও জানানো হয়। ছিল মহিলা পরিচালিত বাংলা গানের দল ভৈরবীর পরিবেশনাও। সঞ্চালনায় সতীনাথ মুখোপাধ্যায় ।সমগ্র পরিকল্পনা রুদ্র সেন।

