ইভিএম বন্ধের দাবিতে পদযাত্রা।

 জয়ন্ত সাহা আসানসোলে : গত ১৮ই আগষ্ট উত্তরাখণ্ড থেকে ওংকার সিং নামক এক ব্যাক্তি নির্বাচনে ইভিএম বন্ধ করে পুনরায় ব্যালট পেপারে ভোটের দাবিতে ৬৫০০ কিলোমিটার পদযাত্রা শুরু করেন।মঙ্গলবার তিনি আসানসোলে এসে পৌছালে রাহালেনে কংগ্রেস দলীয় অফিসে সেখানে ফুলের মালা ও মিষ্টি মুখ করিয়ে সর্মান জানানো হয় !!
সাহিদ পারভেজ .প্রসঞ্জিৎ পুইতুন্দি সহ অন্যান্য দলিয় কর্মীরা তাকে স্বাগত জানায়।ওংকার সিং কলকাতা, মুম্বাই,উদয়পুরে যাবে।