IPL 2020: কিং খানের সামনেই দুরন্ত জয় নাইটদের, শাহরুখের ‘কুল লুকস’-এ মুগ্ধ ফ্যানরা

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: কেকেআর ম্যাচে শাহরুখ খানের উপস্থিতি মানে মাঠের দর্শকাসনও খচাখচ ভরা থাকে ৷ কিং খানকে এক ঝলক সামনে থেকে দেখার জন্যও অনেকে মাঠে আসতেন খেলা দেখতে ৷ এ বছর অবশ্য করোনার জেরে চিত্রটা অন্য ৷দুবাইয়ের ফাঁকা মাঠে ভিআইপি আসনে বুধবার সপরিবারে বসেছিলেন শাহরুখ ৷ টিভিতে তাঁকে দেখেই সোশ্যাল মিডিয়াতে উপচে পড়ল কমেন্টের বন্যা ৷সাদা টি শার্ট এবং জিন্স ৷ মুখে মাস্ক এবং মাথায় টুপি ৷ শাহরুখের কুল লুকসে পাগল তাঁর ফ্যানরা ৷ তিনি মাঠে আসা মানেই টিম কেকেআরও যেন চাঙ্গা ৷ চাঙ্গা ফ্যানরাও ৷ মালিকের উপস্থিতিতেই কামিন্স-নাগারকোটিরা বুঝিয়ে দিলেন, ‘ইসবার কেকেআর হ্যায় তৈয়ার’ ৷শুরুতে গম্ভীর মুখে তাঁকে বসে থাকতে দেখা গেলেও ম্যাচে যত সময় গিয়েছে ততোই মুখে হাসি ফুটেছে কেকেআর মালিক শাহরুখ খানের ৷ভিআইপি আসনে বুধবার শাহরুখের সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান এবং ছেলে আরিয়ান খানও ৷ সোশ্যাল মিডিয়ায় শাহরুখের নিউ লুকে মুগ্ধ তাঁর ফ্যানরা ৷ ‘ড্যাম….. ইউ লুক সো হট’…. ‘ক্যায়া লুক হ্যায় বস…’ ৷ এই ধরণের কমেন্টেই শাহরুখের ছবি ছেয়ে গিয়েছে ট্যুইটার-ফেসবুকে ৷