ফিরল স্টিফেন কোর্টের স্মৃতি! গণেশচন্দ্র অ্যাভিনিউর বহুতলে বিধ্বংসী আগুন, মৃত্যু দু’জনের

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: শুক্রবার রাতে ভয়াবহ আগুন লাগল গণেশচন্দ্র অ্যাভিনিউর কাছের এক বহুতলে। স্থানীয় সূত্রে খবর, বাজডির মিটারবক্স থেকেই এই বিপত্তি। ঘটনার জেরে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের।সূত্রের খবর গণেশ চন্দ্র এভিনিউর ওই আটতলা বাড়িতে আগুন লাগে রাত সাড়ে দশটা নাগাদ। গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়, মোট দু’দফায় ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দশটি ইঞ্জিন, আনা হয় ৫৫ মিটার মই। হুড়োহুড়ি করে যখন সকলে প্রাণভয়ে বহুতল ছাড়ছেন, তখনই বাথরুমে আটকে পড়েন এক বৃদ্ধ। দমকল ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর চেষ্টায় পড়ে বৃদ্ধের দগ্ধ দেহ উদ্ধার হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। রাত ১২ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসুও।ঘটনার জেরে মৃত্যু হয়েছে এক কিশোরেরও। পুলিশ সূত্রে খবর, তীব্র আতঙ্কের মধ্যই ওই কিশোর বহুতলের উপর থেকে পড়ে গিয়েছিল। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনকই ছিল। চিকিৎসকরা কিছুক্ষণেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

