এফ আই টি ই কলকাতায় ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশান করতে চায় আইটি ইন্ডাস্ট্রিগুলিতে

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪: শনিবার ২২শে জুন এক সাংবাদিক সম্মেলনে কোলকাতা ফোরাম ফর ইনফরমেশন টেকনোলজি কর্মী এফআইটিই সভাপতি সান্তনু ভট্রাচার্য জানান গত 2014 সালে ট্রেড ইউনিয়ন করার কথা ভাবি কারন ঐ সময় টিসিএস বহু কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করে তখন থেকে লড়াই করে তিনটি রাজ্যে সফল হই সেজন্য এবার আমরা কলকাতায় রেজিস্ট্রি করার আবেদন করছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা আশারাখি সাংবাদিক বন্ধুরা আমাদের পাশে থাকবে. আমরা দেখতে পাচ্ছি মালিক পক্ষ যেভাবে কর্মী ছাঁটাই করছে এবার আমাদের আইটি কর্মীদের পথে বসতে হবে এই সম্মেলনে তার সঙ্গে ছিলেন সাধারন সম্পাদক রাজর্ষি ধাওয়ান

