বিজেপিতে যোগ দিলেন ফুটবলার মেহতাব হোসেন

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: মঙ্গলবার বিজেপিতে যোগ দিয়ে দেশের সেবা করার ইচ্ছেপ্রকাশ করলেন ফুটবলার মেহতাব হোসেন। ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো ক্লাবে একসময়ে খেলেছেন তিনি। এদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন গেরুয়া শিবিরে যোগ দিয়ে ময়দানের এই খেলোয়াড় জানান, দেশের সেবা করতেই রাজনীতিতেই প্রবেশ তাঁর। মেহতাবের কথায়, “এই সময়ে আমি দেশের সেবা করতে চাই, সেইজন্যই আমি বিজেপিতে যোগ দিতে চাই এবং দেশের সেবা করতে চাই”।