ক্রিকেট অ্যাপ থেকেই রমরমিয়ে চলছিল বেটিং, আইপিএলের মধ্যে পুলিশের জালে ৪

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: গ্রেফতার চার পাশাপাশি উদ্ধার হল বেটিংয়ে লেগে যাওয়া ৫ লক্ষ টাকা৷ আইপিএল ম্যাচ চলাকালীন রমরমিয়ে চলছিল বেটিং৷ বেঙ্গালুরু পুলিশ সূত্র মারফত খবর পেয়ে গ্রেফতার করল চার অপরাধীকে৷ পুলিশ জানিয়েছে চারজনের একটি গ্যাং ছিল যাদের বৃহস্পতিবার গ্রেফতার করা হয় যশবন্তপুরা পুলিশ স্টেশনের কাছ থেকে৷ পুলিশ প্রায় পাঁচ লক্ষ টাকা , চারটি মোবাইল ফোন উদ্ধার করেছে৷পুলিশ জানিয়েছেন Lotusbook, Cric365day এবং Falcon নামের অ্যাপ ব্যবহার করে ফ্যান্টাসি ক্রিকেট না খেলে চলছিল নিষিদ্ধ বেটিং৷এর আগেও তিনটি বেটিংয়ের কেসে গ্রেফতারের ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে৷ বেঙ্গালুরুর পুলিশ কমিশনার সন্দীপ পাতিল নিজে ট্যুইট করে এই খবর জানিয়েছেন৷ বেটিংটা পুরোটাই অনলাইন অ্যাপের মাধ্যমে হচ্ছিল বলেও জানা গেছে৷পুত্তেনাহাল্লি, কোনানকুন্তে এবং বায়াতারায়নপুরা পুলিশ স্টেশন এলাকায় একাধিক জায়গায় রেড করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ তারপরেই ঘটনার সঙ্গে যুক্ত চারজনকে গ্রেফতার করে পুলিশ৷