গণেশ পুজো উপলক্ষ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের তিন লাখ টাকা দিল আরবানা রেসিডেন্সি

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ কোলকাতা : গণেশ পুজো উপলক্ষ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হাতে গতকাল তিন লাখ টাকা তুলে দিল ‘আরবানা রেসিডেন্সি’।সকাল থেকেই অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী মদন মিত্র-র উপস্থিতিতে পূজার্চনা, ভোগ বিতরণ এবং অসহায় ও দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য তিন লক্ষ টাকা প্রদান করেন উদ্যোগী সংস্থার পক্ষে অভীক মিত্র, অঞ্জন ভবানী, গোপা ভবানী সহ প্রসাদ ব্যানার্জি, অশেষ পাল, সুশীল মিশ্র, সুজিত ভট্টাচার্য প্রমুখ।বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও অভিনেতা অভিনেত্রীদের উপস্থিতিতে ‘আরবানা রেসিডেন্সি’-র তরফ থেকে এই অর্থ সাহায্য করা হয়।’আরবানা রেসিডেন্সি’-র উদ্যোগে ও ‘এফ ইনফিনিটি গ্রুপ’-এর সহযোগিতায় ‘আরবানা এন আর আই কমপ্লেক্স’-এর এ বছরের গণেশ বন্দনায় উপস্থিত ছিলেন হিরণ চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায় ও পায়েল সরকার-এর মতো টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অভিনেতা ও অভিনেত্রীরা।ধীরে ধীরে পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতে ছড়িয়ে পড়ছে গণেশ পুজো। এতদিন বাঙালীরা মূলতঃ পয়লা বৈশাখ-এর দিনই বিভিন্ন দোকানে গণেশ পুজো দেখতে অভ্যস্ত ছিল। বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন দোকান-এর বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান, আবাসস্থল ও সর্বজনীন ক্ষেত্রেও গণেশ পুজোর ব্যাপ্তি দেখা যাচ্ছে। আর পুজোর সাথে তাল মিলিয়ে এভাবেই চলছে সামাজিক সহযোগিতা মূলক কর্মকাণ্ড।

