ঘর সাজানোর আসবাবপত্রের সামগ্রী নিয়ে কলকাতার এক পাঁচতারা হোটেলে ”ইয়েস ইম্পেক্স’

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ :সোমবার ২৬সে আগস্ট কলকাতা শহরের এক পাঁচতারা হোটেলে হলো ঘর সাজানোর আসবাবপত্রের সামগ্রী নিয়ে ডেকোরের উপর একদিনের প্রদর্শনী. এখানে ছিল নানা রকম ঘর সাজানো সামগ্রী বেডকভার থেকে আরম্ভ করে বিছানার জন্য প্ৰজনীয় জিনিসপত্রে ইলেকট্রনিক গুডস মধ্যকথা একটা ঘরকে সুসজ্জ্বিত করতে হলে যেসকল সামগ্রীর দরকার সেগুলি পাওয়া যাবে জানালেন এই প্রদর্শনীর প্রধান উদ্যোক্তা ‘ইয়েস ইম্পেক্সের বিকাশ দোকানীয়া সিইও. তিনি এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বলেন আমাদের লক্ষ আজ আমার প্রতিষ্ঠান কলকাতায় এই প্রদর্শনী করলো আগামী দিনে গ্রামাঞ্চলে নিয়ে যাব আমাদের প্রদর্শনী কারন আমি লক্ষ করেছি গড়েছি গ্রামের মানুষেরা শহরে এই সকল আসবাব সামগ্রী কিনতে আসে তারা যদি ঘর সাজাবার সামগ্রী হাতের সামনে পায় তারা কেনো কলকাতায় কিনতে আসবে আশারাখি আমাদে ব্যবসা ক্ৰমশঃ বাড়বে.

