গোষ্ঠ পাল চ্যাম্পিয়নস গোল্ডেন বেবি লীগ ২০২০

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪: সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব আয়োজিত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অনুমোদিত গোষ্ঠ পাল চ্যাম্পিয়নস গোল্ডেন বেবি লিগ 2020 আজ কলকাতার বিবেকানন্দ ময়দানে সম্পূর্ণ হলো। চারটি বয়সভিত্তিক লীগ অনূর্ধ্ব 9 ,10 ,11,12 বছর বয়সের ফুটবলাররা কলকাতা, হাওড়া ও হুগলির বিভিন্ন মাঠে লিগের ৪৩২টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই লীগে 36 টা টিম অংশগ্রহণ করে। এক একটি গ্রুপে নটি করে টিম অংশগ্রহণ করে। অনূর্ধ্ব 12 চাম্পিয়ন ইস্ট ক্যালকাটা ডিস্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিল, রানার্স সল্টলেক সবুজ মেরুন। অনূর্ধ্ব 11 চ্যাম্পিয়ন দুখিরাম মজুমদার কোচিং সেন্টার রানার্স ইছাপুর শিবাজী সংঘ ফুটবল একাডেমি। অনূর্ধ্ব 10 চাম্পিয়ন যশরা জুনিয়র ফুটবল কোচিং ক্যাম্প,রানার্স নেতাজি ফুটবল কোচিং সেন্টার । আজকের ক্ষুদে ফুটবলারদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ক্রীড়া গুরু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলার এবং কোচ শ্রী অমৃত লাল চক্রবর্তী মহাশয়, উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত মহিলা ফুটবলার শ্রীমতি শান্তি আইচ মল্লিক, উপস্থিত ছিলেন FIFA ম্যাচ কমিশনার এবং ম্যাচ রেফারি শ্রীমতি অনামিকা সেন। অর্জুন পুরস্কার প্রাপ্ত জাতীয় মহিলা ফুটবলার, শ্রীমতি শান্তি আইচ খেলার মাঠগুলি সংস্কারের জন্য রাজ্য সরকারের প্রতি আবেদন জানান। FIFA ম্যাচ কমিশনার এবং ম্যাচ রেফারি শ্রীমতি অনামিকা সেনের আশা, AIFF এর এই প্রকল্পের ফলে ভবিষ্যতে আরো নতুন মহিলা ফুটবলার পাবে দেশ।আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলার এবং কোচ শ্রী অমৃত লাল চক্রবর্তী AIFF এবং সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানান,এবং এই বয়সেও বাচ্চাদের প্রয়োজনে যতটা প্রয়োজন করব । বাচ্চাদের ফুটবলের প্রতি আকর্ষণ গড়ে তুলতে , মোবাইলের প্রতি আসক্তি রোধ করতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এর উদ্যোগে এই লীগ আগামী বছর 3রা জানুয়ারি ২০২১ থেকে শুরু হবে। গোষ্ঠ পাল চ্যাম্পিয়ন্স গোল্ডেন বেবি লীগের অপারেটর এবং সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের সচিব সামসুল আলম জানান শিশুদের রক্ষা করা, মানুষ হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে এই লিগ তারা চালিয়ে যাবে।