গুলি চালায়নি ভারতীয় সেনা, মিথ্যে অভিযোগ করছে চিন, দাবি সরকারি সূত্রের

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কোনও গুলি চালায়নি ভারতীয় সেনা৷ চিনা বাহিনীর তোলা অভিযোগের জবাবে এমন দাবি করেছে ভারত সরকারের শীর্ষ সূত্র৷ চিনের সেনাবাহিনীর তরফে অভিযোগ করা হয়েছে, সোমবার প্যাংগং লেকের দক্ষিণ পাড়ে চিনা ভূখণ্ডে অনুপ্রবেশ করে গুলি চালায় ভারতীয় বাহিনী৷গত ৫ সেপ্টেম্বর লাদাখে সীমান্ত পরিস্থিতি নিয়ে মস্কোয় বৈঠকে বসেন ভারত ও চিনের প্রতিরক্ষামন্ত্রী৷ যদিও সেই বৈঠক কতটা ফলপ্রসূ হয়েছে, তা এখনও পরিষ্কার নয়৷ আগামী বৃহস্পতিবার ফের মস্কোতে ভারত ও চিনের বিদেশমন্ত্রীরা সীমান্তে শান্তি ফেরানোর লক্ষ্যে বৈঠক করবেন৷ তার আগে চিনের এই অভিযোগ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় নতুন করে উত্তেজনা ছড়ানোর ইঙ্গিত কিনা, সেই প্রশ্ন উঠছে৷পিএলএ-এর ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ডের মুখপাত্র ঝাং শুইলি অভিযোগ করেন, ”ঘটনার সময় চিনের সীমান্তরক্ষা বাহিনীর নজরদারি দলকে ভয় দেখাতে গুলি চালিয়েছেন ভারতীয় জওয়ানরা৷ পরিস্থিতি সামাল দিতে চিনা সীমান্তরক্ষা বাহিনীও পাল্টা পদক্ষেপ করে৷’ এই ঘটনাকে ভারতের দিক থেকে খুব খারাপ ধরনের উস্কানি বলেই মন্তব্য করেছে৷ এই ধরনের বিপজ্জনক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য ভারতীয় সেনাকে অনুরোধও করেছে চিনের সেনাবাহিনী৷ চিনা সেনার সরকারি ওয়েবসাইটেই তাদের মুখপাত্রের এই বিবৃতি প্রকাশ করা হয়েছে৷ তবে ভারতীয় বাহিনীকে জবাব দিতে চিনা সেনাও পাল্টা গুলি চালিয়েছে কি না, তা বিবৃতি থেকে স্পষ্ট নয়৷ বিবৃতিতে চিনা সেনার তরফে আরও দাবি করা হয়েছে, অনুপ্রবেশ এবং গুলি চালানোর ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে বের করে সেই সেনা জওয়ানদের শাস্তি দিক ভারত৷যদিও এমন কোনও ঘটনা ঘটেনি বলেই সরকারি সূত্রের দাবি৷ তবে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সেনা সূত্রকে উদ্ধৃত করে দাবি করেছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে চিনা বাহিনী যাতে আর না এগোয়, তা নিশ্চিত করতেই তাদের হুঁশিয়ার করা হয়৷ পাশাপাশি ওই সময় এক ভারতীয় ব্রিগেডিয়ারের সঙ্গে আলোচনার সময় চিনা কম্যান্ডারদেরও বলা হয়, সংঘাত এড়াতে তাঁদের বাহিনী যেন পিছিয়ে যায়৷

