গুজরাট রিওটস কেস : ১৪ এপ্রিল জাকিয়া জাফরির আবেদন শুনবে সুপ্রিম কোর্ট

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: নয়াদিল্লি: গুজরাট হিংসা (2002 Gujarat Riots Case) নিয়ে জাকিয়া জাফরির (Zakia Jafri) আবেদনের শুনানির জন্য ১৪ এপ্রিল দিন ধার্য করল সুপ্রিম কোর্ট, এদিন আদালত মন্তব্য করে, বিষয়টি অনেকবার মুলতুবি হয়েছে এবং কোনও না কোনওদিন শুনতেই হবে। ২০০২ গুজরাট হিংসা নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে সিট বা বিশেষ তদন্তকারী দল যে ক্লিনচিট দিয়েছিল, তাকেই চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেন মৃত সাংসদ এহসান জাফরির (Ehsan Jafri) স্ত্রী জাকিয়া জাফরি। এদিন মুলতুবির দাবি করে বিষয়টি শুনানির জন্য হোলির ছুটির পর দিন ধার্য করার দাবি জানান জাকিয়া জাফরির আইনজীবী, তারপরেই এপ্রিলে শুনানির দিন ধার্য করে বিচারপতি এএম খানউইলকর এবং বিচারপতি বিনেশ মাহেশ্বরীর বেঞ্চ।জাকিয়া জাফরির আইনজীবী অপর্ণা ভাট আদালতকে বলেন, এই ব্যাপারে বিষয়টি বিতর্কিত, সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়, “এটা অনেকবার মুলতুবি হয়েছে, এটা যাই হোক না কেন, আমাদের কোনও না কোনও দিন এটা শুনতে হবে। একটা তারিখ নিন, এবং নিশ্চিত করুন, সেদিন আপনারা সবাই উপস্থিত থাকবেন”।

