COVID19 Vaccine News| অপেক্ষা ২০২২ পর্যন্ত, এখনই ভ্যাকসিনের কোনও সম্ভাবনা নেই সুস্থ যুবাদের

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: করোনার ভ্যাকসিন বাজারে আসতে এখনও বেশ কিছুটা সময় বাকি৷ নির্দিষ্ট করে কিছুই বলা যাচ্ছে না যে, কোন পর্যায়ে রয়েছে করোনা ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া৷ তবে একজন সুস্থ যুবার এই ভ্যাকসিন পেতে পেতে যে ২০২২ গড়াবে, তা স্পষ্ট করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গবেষক সৌম্য স্বামীনাথন (Soumya Swaminathan) ৷এর কারণ হিসেবে তিনি যে যুক্তি তুলে ধরেছেন তা হল, প্রথম দফায় করোনা ভ্যাকসিন পাবেন প্রথম সারির করোনা যোদ্ধারা৷ এরপর তালিকায় থাকবেন বয়স্ক ও শারীরিকভাবে ঝুঁকি রয়েছে এমন নাগরিকরা৷সেই কারণে যারা সুস্থ ও কমবয়সী, করোনা লড়াইয়ে শরীরে প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক বেশি, তাদের ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা একটু পরে৷ তাই তাদের ২০২২ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেই তাঁর মত৷আগামী বছর অর্থাৎ ২০২১-র মধ্যে সুরক্ষিত ও কার্যকর ভ্যাকসিন তৈরি হয়ে যাবে, আশাবাদী স্বামীনাথন৷ যদিও সেই টিকা সীমিত সংখ্যায় তৈরি হবে এবং তা বিভিন্ন দেশের মধ্যে ভাগ করতে হবে৷ তাই টিকাকরণের কাজও বেছে বেছে করতে হবে৷ মত প্রধান গবেষকের৷তবে কোনও দেশই নিজেদের জন্য বেশি সংখ্যায় ভ্যাকসিন মজুত রাখতে পারবে না, সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷