হিয়ার মাঝে চলচিত্রের শুভ মহরত টেকনিশিয়ান স্টুডিওতে

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : টেকনিশিয়ান স্টুডিওতে হয়ে গেলো বাংলা কাহিনীচিত্র ‘হিয়ার মাঝে’ শুভ মহরত এই ছবিটিতে অভিনয় করবে নতুন পুরানো শিল্পীরা যেমন অনামিকা ও রাহুলদের সঙ্গে ভাস্কর চ্যাটার্জী ভাস্কর ব্যানার্জী এবং নবাগতা – সৃজনী ভাওয়াল প্রমুখ : পরিচালনা দীপংকর সেন.